চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে পণ্যের প্যাকেট ব্যবহারে প্রতারণাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে তিনি বলেন, ‘বাজার থেকে বস্তায় খোলা পণ্য কিনে অন্য প্রতিষ্ঠানের নাম-ঠিকানাসংবলিত প্যাকেট ব্যবহার করে জিরা, কিসমিচসহ বিভিন্ন মসলা জাতীয় পণ্য প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে। এ অপরাধে মেসার্স সততা ভান্ডারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরো জানান, ‘এছাড়া ফ্রিজে বাসী খাবার সংরক্ষণের দায়ে মাস্টার এন্ড রেস্টুরেন্টের মালিককে ২ হাজার টাকা এবং পেঁয়াজ বিক্রির সময় পাকা ভাউচার প্রদান না করায় রফিক এন্ড সন্সের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’
অভিযান চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম-ঠিকানাসংবলিত অবৈধ প্যাকেট জব্দ করে ধ্বংস করা হয়। অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়াবে না বলে অঙ্গীকার করে।
এসময় নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে পুরান বাজার পুলিশ ফাঁড়ির একটি দল এবং জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
আলআমিন ভূঁইয়া/এনএ