শান্তিরক্ষা মিশনে নিহত কর্পোরাল মাসুদের বাড়িতে শোকের ছায়া
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৩
ছবি : সংগৃহীত
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল মাসুদ রানার বাড়িতে নেমে এসেছে গভীর শোক। নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া গ্রামের তার বাড়িতে শোকের মাতম চলছে।
স্ত্রী আসমাউল হুসনা আখি স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ। মা মর্জিনা বেগম ছেলের মৃত্যুর সংবাদে বারবার জ্ঞান হারাচ্ছেন। অষ্টম শ্রেণিতে পড়ুয়া তাদের একমাত্র কন্যা মাগফিরাতুল মাওয়া আমিনাও মায়ের কোলেই স্তব্ধ। পরিবারের আহাজারিতে পুরো এলাকা যেন থমকে গেছে।
পরিবার সূত্রে জানা যায়, কর্পোরাল মাসুদ রানা প্রায় ১৮ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছিলেন। এক মাস সাত দিন আগে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে সুদানে যান। শনিবার সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় তিনি নিহত হন।
এই মর্মান্তিক ঘটনায় শোকাভিভূত পুরো গ্রাম। প্রতিবেশীরাও স্তব্ধ। দেশের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দেওয়া এই সেনা সদস্যের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পরিবারের সদস্যদের ধারণা, আগামী দুই-তিন দিনের মধ্যে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাবে।
নাজমুল হাসান/এআরএস

