Logo

সারাদেশ

মিরসরাইয়ে ছাত্র হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৭

মিরসরাইয়ে ছাত্র হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের মিরসরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য তাহমিদ উল্ল্যাহ হত্যা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম (২০)।

শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ধুম ইউনিয়নের তাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ। রোববার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জাহিদুল ইসলামের সম্পৃক্ততার প্রমাণ মেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতিও উদ্ধার করা হয়েছে।

গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় বারইয়ারহাটে সংঘর্ষের ঘটনায় কদমতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র তাহমিদ উল্ল্যাহ নিহত হন। এ ঘটনায় নিহতের মা অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় হত্যার মামলা দায়ের করেন।

ওসি কাজী নাজমুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাকে আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে চাওয়া হবে।

সাফায়েত মেহেদী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর