কুমিল্লায় দেয়াল তুলে রাস্তা বন্ধ, চলাচলে দুর্ভোগ
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪০
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবৈধভাবে বন্ধ করে দেওয়ায় স্থানীয়দের চলাচলে মারাত্মক দুর্ভোগ তৈরি হয়েছে। কবরস্থানের পাশের এই রাস্তায় দেয়াল উঠানোর কারণে মানুষকে মই বেয়ে পার হতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, রাস্তাটির ওপর দেয়াল তুলে চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে ওই এলাকায় বসবাসকারী কয়েকটি পরিবার এবং কবরস্থানে যাওয়ার জন্য সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। নারী, শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কবরস্থানের জন্য দানকৃত আট হাত প্রশস্ত এই রাস্তা তিন দশকেরও বেশি সময় ধরে এলাকাবাসী ব্যবহার করে আসছেন। সম্প্রতি ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দু’জন নেতা এই রাস্তায় দেয়াল তুলে দখলের চেষ্টা করছেন।
এ ঘটনায় স্থানীয়রা কুমিল্লা সিটি কর্পোরেশনে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেন এবং অবৈধ দখলের বিষয়টি নিশ্চিত হন। পরে রাস্তাটি উন্মুক্ত করার পাশাপাশি অবৈধ দেয়াল অপসারণের নির্দেশ দেওয়া হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক শাহ আলম বলেন, ‘মই বেয়ে মানুষের চলাচল অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো অবৈধ স্থাপনা রাখা হবে না। দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
এলাকাবাসীর দাবি, দ্রুত অবৈধ স্থাপনা অপসারণ করে কবরস্থানের রাস্তাটি স্থায়ীভাবে উন্মুক্ত রাখা হোক এবং দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
এআরএস

