বাউফলে রাজনৈতিক ব্যানার–ফেস্টুন অপসারণে অভিযান
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৪
ছবি : বাংলাদেশের খবর
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলায় রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন অপসারণ অভিযান চালিয়েছে প্রশাসন।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলুর নেতৃত্বে বাউফল সরকারি কলেজের সামনের সড়ক ও আশপাশের এলাকা থেকে সব রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা এ অভিযানে অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তফসিল ঘোষণার পর যেকোনো ধরনের রাজনৈতিক প্রচারসামগ্রী প্রদর্শন আচরণবিধির লঙ্ঘন। সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে এসব ব্যানার-ফেস্টুন টাঙানো আইনত দণ্ডনীয় অপরাধ। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।’
তিনি আরও জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন করলে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এআরএস

