Logo

সারাদেশ

বাউফলে রাজনৈতিক ব্যানার–ফেস্টুন অপসারণে অভিযান

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৪

বাউফলে রাজনৈতিক ব্যানার–ফেস্টুন অপসারণে অভিযান

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলায় রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন অপসারণ অভিযান চালিয়েছে প্রশাসন।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলুর নেতৃত্বে বাউফল সরকারি কলেজের সামনের সড়ক ও আশপাশের এলাকা থেকে সব রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা এ অভিযানে অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তফসিল ঘোষণার পর যেকোনো ধরনের রাজনৈতিক প্রচারসামগ্রী প্রদর্শন আচরণবিধির লঙ্ঘন। সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে এসব ব্যানার-ফেস্টুন টাঙানো আইনত দণ্ডনীয় অপরাধ। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।’

তিনি আরও জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন করলে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর