Logo

সারাদেশ

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৪

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে শহরের বাইপাস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৪ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত জুলফিকার আলী রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের মৃত সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রহিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ গ্রেপ্তার হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর