Logo

সারাদেশ

লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮

লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

ছবি : বাংলাদেশের খবর

ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর পিংড়ি এলাকায় দুর্বৃত্তরা তিন কৃষকের শতাধিক লাউসহ গাছ কেটে ফেলেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

কৃষক আনোয়ার হোসেনের ছেলে নুর হোসেন জানান, সকালে পানি দিতে গিয়ে দেখেন তার ক্ষেতের লাউ গাছের গোড়া কেটে ফেলা হয়েছে। ‘গাছগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। ছোট-বড় প্রায় ৪০টি লাউ পরে কেটে নিতে হয়েছে। এ ঘটনায় আমার অনেক ক্ষতি হয়েছে,‘ বলেন তিনি।

একই এলাকায় কৃষক রহমানের ছেলে জুয়েল ও আবু হানিফের ছেলে তাওহীদের ক্ষেতেও একইভাবে লাউ গাছ কেটে ফেলা হয়েছে। তিন কৃষক ঘটনাটি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, এমন কর্মকাণ্ডের কারণে কৃষকরা তাদের ফসল রক্ষা নিয়ে গভীর শঙ্কায় রয়েছেন।

উপ1সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম ও আবির হোসেন বলেন, ‘ঘটনাটি অমানবিক এবং অত্যন্ত দুঃখজনক। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা এবং পরবর্তী ফসল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং এমন ঘটনা পুনরায় যেন না ঘটে। তারা অভিযোগ করেন, এ ধরনের কাজ শুধু কৃষকের ক্ষতি করছে না, এলাকায় সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক সৃষ্টি করছে।

রহিম রেজা/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর