মিঠাপুকুরে নবাগত ইউএনও-ওসি'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:০৮
ছবি : বাংলাদেশের খবর
রংপুরের মিঠাপুকুরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ ও মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামানের সঙ্গে মিঠাপুকুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকালে মিঠাপুকুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার সভায় সভাপতিত্ব করেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ ও মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। মিঠাপুকুরে কোনো ঘটনা সম্পর্কে আমাকে অবগত করবেন। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব। আপনাদের সবার সহযোগিতায় আমরা স্বপ্নের মিঠাপুকুর গড়ব।’
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান বলেন, ‘পারস্পরিক সহযোগিতায় মিঠাপুকুর থেকে মাদক, চুরি, ছিনতাইসহ সমস্ত অপরাধ নির্মূল করা হবে। দালালমুক্ত মিঠাপুকুর থানা গড়তে চাই। থানায় মামলা করতে কোনো টাকা লাগবে না। আমার কোনো অফিসার ঘুষ দাবি করলে বা দুর্নীতি করলে, আপনারা আমাকে তথ্য দিবেন। আমি দ্রুত ব্যবস্থা নেব।’
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী ও সহসভাপতি হাফিজুর রহমান।
রাখিবুল হাসান রাখিব/এআরএস

