Logo

সারাদেশ

মির্জাপুরে দুই প্রভাবশালীর বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯

মির্জাপুরে দুই প্রভাবশালীর বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুরে পরকীয়ার অপবাদ দিয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের বটটেকী এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতেই ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করে দুই ব্যক্তির নাম উল্লেখ করেন।

ভুক্তভোগী গৃহবধূ গণমাধ্যমকে বলেন, পাঁচ মাস বয়সী সন্তানকে নিয়ে তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় গোড়াই এলাকার স্থানীয় প্রভাবশালী ও বিএনপির ট্যাগধারী রাজিব মিয়া (৩৫) ও ময়লা ব্যবসায়ী আজাহার মিয়া (৪২) তার ঘরের দরজা খুলতে বলেন। ঘরে পরপুরুষ রয়েছে এমন অপবাদ তুলে তারা ঘরে প্রবেশ করেন।

আশপাশের লোকজন জড়ো হলে তারা ভয়ভীতি দেখিয়ে সরে যেতে বাধ্য করেন। এরপর শিশুকে জিম্মি ও শিল্পকারখানায় কর্মরত স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করতে চান। তবে নারী জন্মনিরোধক ওষুধ আনার কথা বলে কৌশলে ঘর থেকে বেরিয়ে যান।

ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ব্যক্তি আত্মগোপনে চলে গেছেন। তাদের মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাসার মালিক আহম্মদ আলী বলেন, ‘আমার বাসার ভাড়াটিয়ার সঙ্গে যা ঘটেছে তা শতভাগ সত্য। অভিযুক্তরা শুরু থেকেই নানা ভাবে অত্যাচার করে আসছিল।’

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

রাব্বি ইসলাম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর