ফেনী-২ আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে চ্যালেঞ্জ জয়নাল আবদীন
এম. এমরান পাটোয়ারী, ফেনী
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সব ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তবে ফেনী-২ (সদর) আসনে বিএনপির ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক জয়নাল আবদীন ভিপির নির্বাচনী যাত্রা শুরুতেই মুখোমুখি হয়েছে দলীয় অভ্যন্তরীণ বিরোধের চ্যালেঞ্জে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ফেনী জেলার তিনটি আসনের জন্য মোট ২৪২৫টি ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে। জেলায় ভোটার সংখ্যা ১৩ লাখ ১৬ হাজার ৩০৫। এর মধ্যে ফেনী-২ আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৫৬ জন।
এদের মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৬৮৩ ও নারী ২ লাখ ৯ হাজার ৩৭০ জন। সদর উপজেলা ও পৌরসভার ১৪৬টি কেন্দ্রের ৭৯৭টি কক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
গত নভেম্বরে দলের পক্ষ থেকে প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকে জয়নাল আবদীন ভিপির প্রার্থিতা নিয়ে বিএনপির শীর্ষ ও তৃণমূল পর্যায়ে দেখা দিয়েছে বিভক্তি।
মনোনয়নের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে রিভিউ আবেদন করেছেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। এ ছাড়া মনোনয়ন প্রত্যাশী জেলার অন্য শীর্ষ নেতারাও নানা প্রতিক্রিয়া ব্যক্ত করায় জটিলতা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে জেলার অনেক শীর্ষ নেতা জয়নাল আবদীনকে এড়িয়ে চলছেন বলে জানা গেছে। তিনি শহরের রামপুর পাটোয়ারী বাড়িতে আলাল উদ্দিন আলালের সঙ্গে দেখা করতে গেলেও সাক্ষাৎ পাননি। দলের কোনো কোনো কর্মসূচিতে একসাথে থাকলেও আলাপ হয়নি বলে জানা গেছে।
ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির বলেন, ‘দলীয় নেতাকর্মীরা যে মতেরই হোক, সবাই ধানের শীষের পক্ষে। তফসিল ঘোষণার পর এখন আর কোনো দূরত্ব নেই। ধানের শীষকে জয়যুক্ত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।’
ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বিএনপির মতো বড় দলে একাধিক যোগ্য প্রার্থী থাকা স্বাভাবিক। তারা তাদের মতামত জানিয়েছেন। এটা মতবিরোধ নয়। প্রার্থী কোনো মুখ্য বিষয় নয়। দলের চূড়ান্ত সিদ্ধান্ত সবাই মেনে নেবেন এবং তার পক্ষে কাজ করবেন।’
অন্যদিকে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘তফসিল ঘোষণা হয়েছে বটে, কিন্তু বিএনপির পক্ষ থেকে ধানের শীষের প্রার্থী তালিকা এখনো প্রাথমিক। চূড়ান্ত প্রার্থী তালিকায় দলের হাইকমান্ড ফেনী-২ আসনে প্রার্থী পরিবর্তন করবেন বলে আমি আশাবাদী।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী অধ্যাপক জয়নাল আবদীন ভিপি দাবি করেন, ‘ফেনীতে আমাদের দলের সকল নেতাকর্মীসহ সবাইকে নিয়ে নির্বাচনী মাঠে একসাথে কাজ করব। ইতিমধ্যে আমি নির্বাচনী মাঠে সবাইকে নিয়ে আছি। যারা বাইরে রয়েছেন, তাদেরও আসার আহ্বান জানাব। আমি সবার কাছেই যাব। আমি বা ধানের শীষ বিজয়ী হলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব।’
এআরএস

