Logo

সারাদেশ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Icon

এম এ রাজ্জাক, নওগাঁ

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৯

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

নওগাঁর কাঠালতলী-পিরোজপুর সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাঠালতলী-পিরোজপুর সড়কে দ্রুতগামী যানবাহনের সঙ্গে একটি অটোরিকশার প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় অটোরিকশাটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় অটোরিকশার চালক ও দুজন আরোহী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের তৎক্ষণিকভাবে শনাক্ত করা না গেলেও তাদের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতিতে গাড়ি চালানো কিংবা রাস্তা পারাপারের সময় অসতর্কতাই এ দুর্ঘটনার কারণ হতে পারে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর