ঝিনাইদহে সেচপাম্পের পাশ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহের শৈলকুপা থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহাগ ফকির (২৫) শৈলকুপা পৌরসভার হাবিবপুর মধ্যপাড়া গ্রামের মনিরুল ইসলাম ফকিরের ছেলে।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বারইপাড়া মাঠের একটি সেচপাম্পের পাশ থেকে তার মরদেহ পাওয়া যায়। স্থানীয় কৃষক ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকাল ৩টার দিকে সেচপাম্পের কাছে সোহাগের মরদেহ দেখতে পায় লোকজন। মরদেহের কোমর থেকে মাজাদের দিকে কালশিটে দাগ ও চামড়া খসে পড়া ছিল।
স্থানীয়দের ধারণা, সেচপাম্পের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে উল্লেখ্য, সেচপাম্প থেকে ৫০-৬০ গজ দূরেও বিদ্যুতের কোনো খুঁটি বা তার ছিল না।
কৃষকদের অভিযোগ, সেচপাম্পের মালিক উজ্জ্বল হোসেন দুপুরে কৃষক ও নিহতের পরিবারকে জানান, সোহাগ বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে এবং দ্রুত মরদেহ সরিয়ে নিতে বলেন। এরপর থেকে তিনি আর সেচপাম্পে ফেরেননি কিংবা মরদেহ কীভাবে দূরে ছিল তা নিয়ে কোনো ব্যাখ্যা দেননি।
তার বাড়িতে ও ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
নিহতের বাবা মনিরুল ইসলাম ফকির জানান, সকালে ছেলেকে নিয়ে পেঁয়াজ রোপণ করতে যান। কিছুক্ষণ পর সোহাগ অসুস্থতার কথা জানিয়ে বাড়ি ফেরার কথা বলে। পরে স্থানীয় কৃষকদের কাছ থেকে জানতে পারেন, ছেলে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে টয়লেট করতে সেচপাম্পের দিকে গিয়েছিল এবং সেখানেই মারা যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
এম বুরহান উদ্দীন/এআরএস

