Logo

সারাদেশ

শেরপুরে বাসচাপায় নারী পথচারী নিহত

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮

শেরপুরে বাসচাপায় নারী পথচারী নিহত

শেরপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার মধ্যবয়ড়া পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মৌসুমী রানী ভৌমিক নন্দী (৩০) শহরের গৃদ্দানারায়ণপুর মহল্লার সজল নন্দীর স্ত্রী।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে শেরপুরগামী ‘এসি ডিলাক্স’ নামের একটি বাস পালপাড়া এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় মৌসুমী রানীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা শহরের নিউ মার্কেট এলাকায় এসি ডিলাক্স বাসের কাউন্টারে ঢুকে কয়েকটি চেয়ার ভাঙচুর করে। এ সময় অগ্নিসংযোগেরও চেষ্টা করা হয়। তবে স্থানীয়দের বাধায় তারা কাউন্টার ছেড়ে চলে যান।

পুলিশ জানায়, ঘাতক বাসটির নম্বর ঢাকা-মেট্রো-ব-১৪-২৯১২। বাসটি ঘটনাস্থলে থাকলেও চালক পালিয়ে গেছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শাহরিয়ার শাকির/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর