ইউনিফর্ম পরে জামায়াতের নির্বাচনী সভায় অংশগ্রহণ, এএসআই বরখাস্ত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩
পুলিশের পোশাক পরে জামায়াতের নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করায় মহিবুল্লাহ কারী নামে এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরখাস্ত হওয়া মহিবুল্লাহ কারী এএসআই (সশস্ত্র) (বিপি-৯৪১৩১৬৯১৩৭) হিসেবে যশোর জেলায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নড়াইল জেলায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এএসআই মহিবুল্লাহ কারী গত ৭ ডিসেম্বর রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সাতক্ষীরা শহরের ০১নং ওয়ার্ডের আমতলা মোড়ে ওয়ার্ড জামায়াতের আমির মো. জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক এর নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরে অংশগ্রহণ করে ইসলামী সংগীত পরিবেশন করেন।
পুলিশ লাইন্স যশোরের মাধ্যমে জানা যায়, তিনি গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের (আরআরএল) ছুটিতে রওনা করেন এবং ছুটি শেষে ১২ ডিসেম্বর কর্মস্থলে হাজির হন। ছুটি ভোগরত অবস্থায় নিজ বাড়ি নড়াইল জেলায় অবস্থান না করে পুলিশের পোশাক পরে ভিন্ন জেলা সাতক্ষীরায় গিয়ে জামায়াতের রাজনৈতিক পথসভায় ইসলামী সংঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান করেন। যা পুলিশের পেশাদারিত্ব এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোবাইল ফোনে যোগাযোগ করলে অভিযুক্ত পুলিশ সদস্য নিজেই স্বীকার করেন যে, তিনি ওই পথসভায় উপস্থিত হয়ে ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দিয়েছেন। বিষয়টি খুলনা রেঞ্জের ডিআইজি ও যশোরের পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এএস/আইএইচ

