Logo

সারাদেশ

শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ

Icon

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৫

শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ

বাংলাদেশের খবর

শেরপুরে পরিবেশগত ছাড়পত্র ও অনুমোদন ছাড়া পরিচালিত তিনটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটার মালিকদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা আদায় করা হয়েছে এবং সংশ্লিষ্ট ইটভাটাগুলোর সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ এবং নিলুফা ইয়াছমিন মিতু ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। আদালতে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হেদায়েতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের তাতালপুর এলাকায় অবস্থিত মেসার্স এম আর এইচ ব্রিকস-১ কে ২ লাখ টাকা, মেসার্স এম আর এইচ জিগজ্যাগ ব্রিকস-২ কে আড়াই লাখ টাকা এবং মেসার্স এম আর এইচ জিগজ্যাগ ব্রিকস-৩ কে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইটভাটাগুলোতে প্রস্তুতকৃত কাঁচা ইট ভেঙে দেওয়া হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান চলাকালে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হেদায়েতুল ইসলাম জানান, `পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার অভিযোগে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।'

পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শান্ত শিফাত/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর