Logo

সারাদেশ

আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার, সম্পাদক ইসমাইল

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫১

আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার, সম্পাদক ইসমাইল

আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার, সম্পাদক ইসমাইল।

ঢাকা জেলা উত্তর শাখার আওতাধীন আশুলিয়া থানা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো. সানোয়ার হোসেনকে সভাপতি এবং মো. ইসমাইল হাবিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়।

এ কমিটিতে অন্যান্যদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে মো. রবিউল আলম সায়েম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে আলহাজ্ব মাদবর, প্রচার সম্পাদক পদে শিমুল চৌধুরী, দপ্তর সম্পাদক পদে আব্দুল আউয়াল ও সহদপ্তর সম্পাদক পদে মো. শিশির আহমেদসহ বিভিন্ন পদে অন্তত ১১৬ জনের নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সহসভাপতি পদে ২৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫১ জন, সহসাংগঠনিক সম্পাদক পদে ২০ জন ও সদস্য পদে ১১ জনের নাম রয়েছে।

জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এ কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্ব আশুলিয়া থানায় ছাত্রদলের সাংগঠনিক বিস্তার, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

আশুলিয়ার থানা ছাত্রদলের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. সানোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মো. ইসমাইল হাবিবকে দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

হাসান ভুঁইয়া/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর