Logo

সারাদেশ

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন জেনারেল হাসপাতালের যাত্রা শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৩:০৫

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন জেনারেল হাসপাতালের যাত্রা শুরু

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশনের উদ্যোগে জেনারেল হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। এর আগে ফাউন্ডেশনের দাতব্য চক্ষু হাসপাতাল দীর্ঘদিন ধরে বিনামূল্যে সেবা দিয়ে আসছিল। এবার সাধারণ মানুষের চিকিৎসা চাহিদা পূরণে চালু হলো নিজাম-হাসিনা ফাউন্ডেশন জেনারেল হাসপাতাল।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে হাসপাতালটির উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাসিনা নিজাম, নাসির উদ্দিন আহমেদ (পাভেল), রিয়াজ উদ্দিন আহমেদ, রাইয়ান উদ্দিন আহমেদ এবং হাসপাতালের পরিচালক ডা. ফয়সাল আবেদীন রাকিবসহ অন্যান্য কর্মকর্তারা।

উদ্বোধন শেষে নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, মানবসেবার লক্ষ্যেই আমরা এই হাসপাতাল পরিচালনা করছি। জেনারেল বিভাগ চালুর মাধ্যমে চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ানো হলো। যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ জেলার মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।

উদ্বোধনের প্রথম দিন থেকেই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে যেসব অসহায় ও দরিদ্র মানুষ আর্থিক সংকটের কারণে আগে নিয়মিত চিকিৎসা নিতে পারেননি, তারাই বেশি এই হাসপাতালে আসছেন।

এদিকে, বাংলাদেশের স্বাধীনতার বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে পুরো মাসজুড়ে সকল রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, আগে যেখানে শুধু বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হতো, এখন সেখানে কার্ডিওলজি, মেডিসিন, শিশু ও গাইনি বিভাগে স্বল্প খরচে চিকিৎসা সেবা পাওয়া যাবে। গরিব, অসহায় ও দুস্থ রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি সামর্থ্যবানদের জন্য ন্যায্যমূল্যে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।

আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ মেডিকেল টেকনোলজিস্টদের মাধ্যমে প্রতিদিন সর্বনিম্ন খরচে সব ধরনের ল্যাবরেটরি পরীক্ষা করা হচ্ছে। প্রতিদিন সকাল ও বিকালে বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে মেডিসিন, ডায়াবেটিস, গাইনি, শিশু, চর্ম ও যৌনরোগ, কার্ডিওলজি, নেফ্রোলজি, গ্যাস্ট্রোলজি ও অন্যান্য বিভাগের সেবা পাওয়া যাবে। গরিব রোগীদের জন্য সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর আলাদা সুযোগ রয়েছে। পাশাপাশি প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সবার জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

আইএইচ/ 
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর