Logo

সারাদেশ

সীতাকুণ্ড উপকূলে নৌ পুলিশের অভিযান, ১১ অবৈধ নৌযান আটক

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৩:২৭

সীতাকুণ্ড উপকূলে নৌ পুলিশের অভিযান, ১১ অবৈধ নৌযান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা নৌঘাট সংলগ্ন বঙ্গোপসাগরীয় উপকূলে নৌ পুলিশের অভিযানে অনুমোদনহীন ১১টি ড্রেজার ও বাল্কহেড আটক করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন উপকূলীয় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির জিডি নং–২৪১ এর ভিত্তিতে পুলিশ পরিদর্শক, মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকার কর্তৃক অনুমোদিত বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৪টি ড্রেজার ও ৭টি বাল্কহেডসহ মোট ১১টি নৌযান আটক করা হয়।

আটককৃত নৌযানের মধ্যে রয়েছে— এমবি সুহা নুর অ্যান্ড সারা, এমবি হোসাইনিয়া, এমবি ইলাল্লাহ ড্রেজার, এমবি মা খাতুনা জান্নাত, এমবি ঈগল পাখি, এমবি সাফিন, এমবি আবির ব্যাপারী অ্যান্ড নাদিম ব্যাপারী, এমবি সাকিব অ্যান্ড আহনাফ লোড ড্রেজার, এমবি জেএস এস ট্রেডার্স, এমবি নাহিদ লাবিব লোড ড্রেজার এবং এমবি আফরোজা লোড ড্রেজার।

নৌ পুলিশ জানায়, ‘উদ্ধারকৃত নৌযানের মধ্যে রয়েছে ৪টি ড্রেজার ও ৭টি বাল্কহেড। এ ঘটনায় অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ (সংশোধনী ২০০৫) এর ৫৬ ও ৬৬ ধারায় মোট ১১টি প্রসিকিউশন (নং ৫৫/২৫ থেকে ৬৫/২৫) দায়ের করে বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট, নৌ আদালত, নৌ পরিবহণ অধিদপ্তর, ঢাকায় প্রেরণ করা হয়েছে।’

এদিকে স্থানীয়দের অভিযোগ, সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের উপকূলীয় এলাকায় রাতের আঁধারে ১৫ থেকে ২০টি ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলন চলছে। দ্রুত এসব অবৈধ কার্যক্রম বন্ধ না হলে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

নৌ পুলিশ আরও জানায়, ‘উপকূলীয় পরিবেশ রক্ষা ও নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

মোহাম্মদ জামশেদ আলম/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উদ্ধার অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর