Logo

সারাদেশ

ফেনীতে ৭৯৩ ইয়াবাসহ মাদককারবারি আটক

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৭

ফেনীতে ৭৯৩ ইয়াবাসহ মাদককারবারি আটক

ফেনীর মহিপাল থেকে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৯৩ ইয়াবাসহ মো. শাহাজান নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

সোমবার (১৫ ডিসেম্বর) গভীর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে আটক করে। আটককৃত শাহাজান ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার মোফাজ্জল হোসেনের ছেলে। 

সূত্রে জানা গেছে, ইয়াবা প্রচারের খবর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম মহিপাল এলাকায় অবস্থান করে। এ সময় নোয়াখালী গামী নিউ সোহাগ পরিবহণ তল্লাশি করে মো. শাহজাহানের পকেট থেকে একটি প্যাকেটে ৭৯৩ পিস ইয়াবা উদ্ধার করে। 

এ ঘটনায় উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে সোমবার (১৫ ডিসেম্বর) ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে। আটককৃত ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, ‘মাদক নিয়ন্ত্রণে জেলাব্যাপী মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতে অভিযান ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।’

এম. এমরান পাটোয়ারী/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর