Logo

সারাদেশ

রামুতে ২ অবৈধ স’মিলের বিরুদ্ধে বন উজাড়ের অভিযোগ

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৫:১৯

রামুতে ২ অবৈধ স’মিলের বিরুদ্ধে বন উজাড়ের অভিযোগ

‎রামুর ধোয়া পালং ও খুনিয়াপালং এলাকার সংরক্ষিত বনাঞ্চলে স্থাপন করা দুইটি অবৈধ স’মিলের মাধ্যমে প্রকাশ্যে বন উজাড় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পরিবেশবাদী নেতাদের দাবি এসব স’মিল দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কেটে আনা সংরক্ষিত বনের গাছ চিরাই করে বিক্রি করছে একটি সংঘবদ্ধ চক্র।

‎অভিযোগ অনুযায়ী, একটি অবৈধ স’মিল বসানো হয়েছে ধোয়া পালং মাঝের পাড়ায় নুরুল আমিনের বাড়ির পেছনে। অপরটি স্থাপন করা হয়েছে খুনিয়া পালং এলাকার বাবুল সওদাগরের ব্রিকফিল্ডের দক্ষিণ পাশে আব্দুল্লাহ মাস্টারের বাড়ির সামনে।

‎স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন রাতভর সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে এনে এসব স’মিলে চিরাই করা হয়। পরে গাছগুলো বিভিন্ন সাইজে কেটে বাজারে বিক্রি করা হচ্ছে। এ কাজে পরিচিত একটি সিন্ডিকেট জড়িত বলে অভিযোগ রয়েছে।

‎পরিবেশবাদীদের আরও অভিযোগ, ধোয়া পালং বিট কর্মকর্তা তানভীরের মদদেই দীর্ঘদিন ধরে স’মিল দুটি নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে বলে দাবি তাদের।

‎এ বিষয়ে পরিবেশবাদী নেতারা বলেন, ‘যতদিন পর্যন্ত এই দুইটি স’মিল উচ্ছেদ করা না হবে, ততদিন সংরক্ষিত বন রক্ষা করা সম্ভব নয়।’ তারা সংশ্লিষ্ট রেঞ্জার ও বিট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

‎তবে অভিযোগের বিষয়ে ধোয়া পালং বিট কর্মকর্তা তানভীরের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

‎কামাল শিশির/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরিবেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর