Logo

সারাদেশ

ফেনীতে রং মিশিয়ে মাছ বিক্রি ভোক্তা অধিদপ্তরের জরিমানা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৫

ফেনীতে রং মিশিয়ে মাছ বিক্রি ভোক্তা অধিদপ্তরের জরিমানা

ফেনীতে সাগরের পোয়া মাছে রং মিশিয়ে বিক্রি করার অপরাধে দুলাল মিয়া নামের এক মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ জরিমানা করেন। 

সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম ফেনী শহরের পৌর হকার্স মার্কেটে ভেজাল বিরোধী অভিযান চালায় এ সময় মো. দুলালের দোকানের সাগরের পোয়া মাছ পরীক্ষা করে দেখা গেছে, রং মেশানো হয়েছে।

এ অপরাধে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম দুলাল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করে। একই সময়ে মাসুদ এন্টারপ্রাইজে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করেন। 

অভিযানে জেলা ব্যাটেলিয়ান আনসার সদস্যরা সহযোগিতা করেন। 

এম. এমরান পাটোয়ারী/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর