Logo

সারাদেশ

মহেশখালীতে ডাম্পার চাপায় শিশুর মৃত্যু

Icon

কক্সবাজার

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৪

মহেশখালীতে ডাম্পার চাপায় শিশুর মৃত্যু

মহেশখালীতে বেপরোয়া ডাম্পার কেড়ে নিলো হিকমা মণি নামের ১৯ মাস বয়সি এক শিশুর প্রাণ। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা (৭নং ওয়ার্ড) এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু হিকমা মণি সকালে বাড়ির উঠোনে খেলা করার সময় বাড়ির পাশের মহল্লার রাস্তায় যায়। এসময় অবৈধভাবে বালি ও মাটি কাটার দ্রুতগতির বেপরোয়া ডাম্পার হিকমা মণিকে পিষ্ট করে চলে যায়। রাস্তায় পড়ে থাকা মগজ থ্যাঁতলানো অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাস্থলে শিশু হিকমা মণির মৃত্যু হয় বলে জানায় তার পরিবার।

স্থানীয় তরুণ আবছার উদ্দিন জানান, ‘দক্ষিণ নলবিলার একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি ও মাটি পাচার করে আসছিল। এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবগত করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।’

প্রাথমিক তথ্যে স্থানীয়রা জানায়, হিকমা মণিকে পিষ্ট করে চলে যাওয়া ডাম্পারটির মালিক দক্ষিণ নলবিলার (৩ নং ওয়ার্ড) এলাকার ব্যবসায়ী সরওয়ার আলম। ছোট মহেশখালীতে অবৈধভাবে বালি পাচার ও মাটি কাটায় জড়িত ডাম্পারের একটি সিন্ডিকেট রয়েছে। তাদের মধ্যে অন্যরা হলেন সিপাহির পাড়ার আবুল হোসেন কোম্পানি, ও তার ভাই দুলু মিয়া।

ডাম্পার দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম জানান, ‘ছোট মহেশখালীতে ডাম্পার চাপায় শিশু নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা মহেশখালী থানায় প্রক্রিয়াধীন রয়েছে।’

এই ঘটনার পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ওই এলাকা থেকে কয়েকটি ডাম্পার আটক করেছে বলে জানান এই কর্মকর্তা।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, ‘ছোট মহেশখালীর দক্ষিণ নলবিলা থেকে মাটি কাটার সাথে জড়িত তিনটি ডাম্পার আটক করা হয়েছে। তবে ঘটনার পরপরই জড়িত ডাম্পার ও চালক পালিয়ে যায়। আটক ডাম্পারের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ‘ডাম্পার চাপায় নিহত শিশুটির লাশ উদ্ধার পরবর্তী মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে একমাত্র কন্যা শিশু হিকমা মণির মৃত্যুতে তার পিতা মাওলানা হেলাল উদ্দিনের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন মর্মান্তিক ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি চান নিহতের পরিবার ও স্থানীয়রা।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর