মাগুরা-১
মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার পথে যুবলীগের সাবেক সভাপতি আটক
তাছিন জামান, মাগুরা
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৬
মাগুরা-১ (শ্রীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লা হোসেন মিয়া (কুটি)। ছবি : বাংলাদেশের খবর
মাগুরা-১ (শ্রীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লা হোসেন মিয়া (কুটি) মনোনয়নপত্র সংগ্রহ শেষে ফেরার পথে আটক করেছে ডিবি পুলিশ। পুরনো একটি মামলার তদন্তের আওতায় এই আটক করা হয়েছে বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে।
আটক কুতুবুল্লাহ হোসেন মিয়া (কুটি) শ্রীপুর উপজেলার শীখোল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে শ্রীপুরের উদ্দেশে রওনা হলে মাগুরা শহরের নিজনন্দুয়ালী হাজরার মোড় এলাকায় ডিবি পুলিশের সদস্যরা তার গাড়ি থামিয়ে তাকে আটক করেন।
এর আগে মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কুতুবুল্লাহ হোসেন মিয়া। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন।
আটকের সময় তার সঙ্গে থাকা মিটুল হোসেন জানান, নতুন বাজার এলাকায় ডিবি পুলিশের পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি গাড়ি থামিয়ে কুতুবুল্লাহ হোসেন মিয়াকে নিয়ে যান। পরে তিনি জানতে পারেন, তাকে ডিবি পুলিশের হেফাজতে নিয়ে প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।
কুতুবুল্লাহ হোসেন মিয়া শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো পদে নেই।
আটকের বিষয়ে মাগুরা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘আটক কুতুবুল্লাহ হোসেন মিয়া (কুটি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তাকে খোঁজাখুঁজি করা হচ্ছিল।’
তবে তিনি কোনো নির্বাচনী আসনের প্রার্থী কি না সে বিষয়ে জানা নেই বলে জানান পুলিশ সুপার।
এআরএস

