Logo

সারাদেশ

বিজিবির অভিযান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:০৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে মনোহরপুর সীমান্তের গোপালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান দুপুর দেড়টায় সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দুষ্কৃতিকারীরা সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছে।

এই তথ্যের আলোকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মনোহরপুর বিওপির দায়িত্বাধীন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন কয়েকজন মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ তল্লাশি করে আমেরিকান প্রস্তুতকৃত ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার রাখতে বিজিবি সক্রিয়ভাবে তৎপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বদিউজ্জামান রাজাবাবু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি অস্ত্র উদ্ধার সীমান্ত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর