রহস্যজনকভাবে নিখোঁজের দুই দিনেও সন্ধান মেলেনি কাওসারের
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:০১
জরুরি পাসপোর্ট করানোর জন্য রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে পথিমধ্যে রহস্যজনকভাবে নিখোঁজের দুই দিনেও সন্ধান মেলেনি কাওসার হোসেনের (২৫)।
দুই দিনেও কাওসারের কোনো ধরনের খোঁজ না পেয়ে অসহায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। বিষয়টি সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
রহস্যজনকভাবে নিখোঁজ কাওসার হোসেন বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের আহম্মদ আলী সরদারের ছেলে।
নিখোঁজ কাওসারের পারিবারিক সূত্রে জানা গেছে, জরুরি পাসপোর্ট করানোর জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গত রবিবার (১৪ ডিসেম্বর) রাত থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন।
প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ‘কাওসার হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন (০১৮১৯-৬৮১০৬৬) সর্বশেষ ঢাকার কদমতলী এলাকায় লোকেশনে সক্রিয় ছিল। এরপর সেখান থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।’
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, ‘যেহেতু ঢাকার কদমতলী এলাকা থেকে কাওসার হোসেন নিখোঁজ হয়েছেন, তাই তার পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।’
এস এম মিজান/এনএ

