Logo

সারাদেশ

যশোর স্টেডিয়ামে বর্ণিল কুচকাওয়াজ, বিজয়স্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৪:২২

যশোর স্টেডিয়ামে বর্ণিল কুচকাওয়াজ, বিজয়স্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা

ছবি : বাংলাদেশের খবর

মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যশোরে উদযাপিত হয়েছে। দিবসের কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য কুচকাওয়াজ, ডিসপ্লে ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যশোরে বিজয় দিবসের সূচনা হয়। পরে শহরের মনিহার চত্বরস্থ বিজয়স্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৮টা ৫০ মিনিটে শহরের শামস উল হুদা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আশেক হাসান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার উপপরিচালক ও পৌর প্রশাসক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো. রুহুল আমিন ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) আহসান হাবীবসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের সদস্যরা অংশ নেন। তাদের সুশৃঙ্খল কুচকাওয়াজ ও নান্দনিক প্রদর্শনী দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপপরিচালক (ডিডিএলজি) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও ফিরোজ কবির, জেলা আনসার কমান্ড্যান্ট মো. আল আমিনসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাব যশোরের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানগুলোতে মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরা হয়। বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজয় দিবস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর