Logo

সারাদেশ

গোপালগঞ্জে শ্রদ্ধা ও কুচকাওয়াজে বিজয় দিবস উদযাপন

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৩২

গোপালগঞ্জে শ্রদ্ধা ও কুচকাওয়াজে বিজয় দিবস উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, বিজয় মেলা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল সাড়ে ৮টায় জেলা শহরের লঞ্চঘাট এলাকার গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ শ্রদ্ধা জানান।

এছাড়া প্রেসক্লাব গোপালগঞ্জের পক্ষ থেকে সভাপতি মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে সাংবাদিকরা শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ বেতার গোপালগঞ্জের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জলিলুল হকের নেতৃত্বে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরাও ফুলেল শ্রদ্ধা জানান।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৯টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত হয় কুচকাওয়াজ। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ও দৃষ্টিনন্দন কুচকাওয়াজ প্রদর্শন করে। এছাড়াও দিনব্যাপী বিজয় মেলা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পলাশ সিকদার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজয় দিবস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর