গাংনীতে বিজয় উৎসবে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৬
ছবি : বাংলাদেশের খবর
মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর গাংনী থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ওসি উত্তম কুমার দাস। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সোনা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরাও শ্রদ্ধা জানান।
পরবর্তীতে কুচকাওয়াজ, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বিজয় শুভেচ্ছা জানায় উপজেলা প্রশাসন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন গাংনী উপজেলা ভূমি কর্মকর্তা নাবিদ হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সোনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু প্রমুখ।
বক্তারা বলেন, ‘যাদের জীবনবিনিময়ে ও বুলেটের মুখে জীবন বাজি রেখে জাতিকে এনে দিয়েছে লাল-সবুজ পতাকা ও স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র, তারা যুগে যুগে চির অমর। তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। এভাবেই সম্মানিত হবেন তারা।’
আকতারুজ্জামান/এআরএস

