Logo

সারাদেশ

বাউফলে জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৯

বাউফলে জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি

ছবি : বাংলাদেশের খবর

মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য ও বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে নেতৃত্ব দেন সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি বাউফল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাগুজিপুল এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালিতে জামায়াতের দলীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড শোভা পায়। র‍্যালিকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বাউফল শহর বিজয়োল্লাসে মুখরিত হয়ে ওঠে।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, বিজয়ের মূল তাৎপর্য হলো একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা, যেখানে মানুষের অধিকার নিশ্চিত থাকবে এবং সবাই ন্যায়বিচার পাবে। তিনি দেশকে সব ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

ড. মাসুদ আরও বলেন, ইসলামের বিজয়ই হবে পরিপূর্ণ বিজয়, আর এর মাধ্যমেই মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের প্রকৃত সার্থকতা অর্জিত হবে। মহান বিজয় দিবসের আদর্শকে একটি ন্যায়নিষ্ঠ, মানবিক ও আধিপত্যবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

আরিফুল ইসলাম সাগর/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজয় দিবস দিবস উদযাপন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর