ছবি : বাংলাদেশের খবর
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেহেরপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। পরে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, সিভিল সার্জন কার্যালয়, মেহেরপুর প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলার নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় জেলা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয় এবং পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এদিকে গাংনী ও মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগেও মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। গাংনী থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ওসি উত্তম কুমার দাস। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সোনা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরাও অংশ নেন।
উপজেলায় পরবর্তীতে কুচকাওয়াজ, আলোচনা সভা আয়োজনের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গকে সংবর্ধনা দেওয়া হয়।
আকতারুজ্জামান/এআরএস

