Logo

সারাদেশ

বরিশালে মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৫

বরিশালে মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা

ছবি : বাংলাদেশের খবর

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বরিশালে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বিভিন্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

সকাল শুরুতে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিনামফলক স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

পরে ৩০ গোডাউন সংলগ্ন বধ্যভূমি স্মৃতি–৭১ স্তম্ভ, বরিশাল জেলা পুলিশ লাইন্সে অবস্থিত শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা স্মৃতি–৭১ স্তম্ভ এবং শহীদ এডিসি কাজী আজিজুল ইসলাম স্মৃতিফলক স্তম্ভে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মঞ্জুর মোর্শেদ আলমসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনকালে বীর শহীদদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বরিশালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজয় দিবস দিবস উদযাপন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর