নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:১১
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নরসিংদী কালেক্টরেট ঈদগাহ মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
এরপর পর্যায়ক্রমে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মাখন দাসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
পরে নরসিংদী জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। এছাড়াও নরসিংদী পৌর পার্কে বিজয় মেলা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
জেলার সব উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে।
সুমন রায়/এআরএস

