ছবি : বাংলাদেশের খবর
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সারাদেশে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। চাঁদপুর, খাগড়াছড়ি, ফরিদপুর, জামালপুর, জয়পুরহাট, নওগাঁ, আলফাডাঙ্গা, নীলফামারী, পঞ্চগড়, শ্রীপুর, পটুয়াখালী, হিলি, সাপাহার, মিঠাপুকুর, রূপগঞ্জ, সীতাকুণ্ড, কালিয়াকৈর, লালমোহন, মদন, ভাঙ্গা, নাচোল, গৌরনদীসহ বিভিন্ন জেলা ও উপজেলায় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় সর্বস্তরের মানুষের পক্ষ থেকে। বাংলাদেশের খবর’র জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
চাঁদপুর : মহান বিজয় দিবস উপলক্ষ্যে চাঁদপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সর্বস্তরের মানুষ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধা সড়কে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
পরে অঙ্গীকার পাদদেশে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে।
খাগড়াছড়ি : খাগড়াছড়িতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। চেঙ্গী স্কয়ার সংলগ্ন স্মৃতিসৌধে জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
খাগড়াছড়ি জেলা বিএনপি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জিয়া ভাস্কর্য ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে। পৌর টাউন হলে দিনব্যাপী মেলার উদ্বোধন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর : ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। জনতা ব্যাংক মোড়ে আয়োজিত সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ প্রকৃত সুফল পায়নি এবং আগস্টে ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর আব্দুল তাওয়াব প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
জামালপুর : জামালপুরে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন। নেতারা বলেন, একাত্তরের পরাজিত শক্তির মাথাচাড়া দেওয়ার কোনো স্থান নেই। পরে গণঅধিকার পরিষদ, জামালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে। জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ।
জয়পুরহাট : জয়পুরহাটে তিনটি সরকারি কলেজের শতাধিক বিএনসিসি ক্যাডেটের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট সরকারি কলেজ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যাটেলিয়ান কমান্ডার কাজী ইমরুল কায়েসের নেতৃত্বে এ আয়োজনের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া।
নওগাঁ : নওগাঁয় সূর্যোদয়ের সঙ্গে মুক্তির মোড় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নীলফামারী : নীলফামারীতে তোপধ্বনির মাধ্যমে দিনের শুরু হয়। চৌরঙ্গি মোড়ের স্বাধীনতা স্মৃতি আনয়ন চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ করা হয়। মুক্তিযোদ্ধা সংবর্ধনা, প্রীতি ফুটবল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পঞ্চগড় : তেঁতুলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পটুয়াখালী : পটুয়াখালীতে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, স্টেডিয়ামে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা সংবর্ধনার আয়োজন করা হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। উপজেলা শহীদ মিনারে প্রশাসন, পুলিশ, বিএনপি, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় ১৬ ম্যারাথন ২০২৫’ অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। প্রায় ১৫ কিলোমিটার পথ দৌড়ানোর মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য সচেতনতা ও বিজয়ের আনন্দ প্রকাশ করেন।
হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হিলিতে প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে শহীদ স্মৃতিস্তম্ভে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শ্রদ্ধা জানায়।
সাপাহার (নওগাঁ) : সাপাহারে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। জিরো পয়েন্ট স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ পুষ্পস্তবক অর্পণ করেন। পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মিঠাপুকুর (রংপুর) : মিঠাপুকুর উপজেলায় কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। দিনব্যাপী কুচকাওয়াজ, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জ উপজেলায় পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ড উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় একটি বিশাল বিজয় র্যালি বের করা হয়। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নেন।
কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেন।
লালমোহন (ভোলা) : লালমোহনে তোপধ্বনি, পতাকা উত্তোলন ও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানান।
মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার বক্তব্যে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।
ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে তোপধ্বনি, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, স্টেডিয়ামে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আবু-জাহের মুক্তিযুদ্ধের আদর্শে উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : নাচোলে তোপধ্বনি ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়। উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা দেওয়া হয়। জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
গৌরনদী (বরিশাল) : গৌরনদীতে তোপধ্বনির মাধ্যমে দিবস শুরু হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশের র্যালি আয়োজিত হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) : ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিএনসিসির গার্ড অব অনারসহ পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা ও ‘মুক্ত বাংলা’ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ গণতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান। ছাত্রদল পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ‘স্বাধীনতা স্মারক’-এ পুষ্পস্তবক অর্পণ করে। সভাপতি গাজী আজম হোসেন শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
লালমনিরহাটে বীর শহীদদের প্রতি প্রেস ফাইভের শ্রদ্ধা : মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে উত্তরের বৃহৎ সাংবাদিক সংগঠন প্রেস ফাইভ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ, আদিতমারী, হাতিবান্ধা, পাটগ্রাম ও লালমনিরহাট সদর উপজেলার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব আরও দৃঢ়ভাবে পালনের অঙ্গীকার করেন তারা। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পটিয়ায় বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ : মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এক বিশাল বিজয় র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম। র্যালির আগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম।
সীতাকুণ্ড প্রেসক্লাবে আলোচনা সভা : মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ড প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. হেদায়েত।
বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। মুক্তিযুদ্ধের আদর্শ, দেশপ্রেম ও নৈতিক চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। তারা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে জাতিকে সঠিক দিকনির্দেশনা দেওয়া গণমাধ্যমকর্মীদের অন্যতম দায়িত্ব।
এআরএস

