ফেনীতে বিজয় দিবস উপলক্ষে শতাধিক শিশুকে ফ্রি সুন্নতে খৎনা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৭:২১
মহান বিজয় দিবস উপলক্ষে ফেনী সদর উপজেলার শর্শদী ফাতেহপুর এলাকায় ফ্রি সুন্নতে খৎনা, ঔষধ ও পোশাক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিন ব্যাপী ফেনী সদর উপজেলার শর্শদীর ফাতেহপুর জামিয়া রহমানিয়া মাদরাসা প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্থানীয় অনির্বাণ ক্রীড়া সংঘের আয়োজনে ফেনীর স্বনামধন্য স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ইবনে হাসমান হাসপাতালের সার্বিক সহযোগিতায় ক্যাম্পে শতাধিক শিশুকে বিনা মূল্যে সুন্নাতে খৎনা, ঔষধ ও পোশাক (লুঙ্গি, গেঞ্জি,পাঞ্জাবি) বিতরণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে শতাধিক রোগীকে বাত ব্যথা ও গাইনী চিকিৎসক সেবা ঔষধ বিতরণ ও ২ শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠান পরিদর্শন করেন শর্শদী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ইকবাল হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক এম জহির চৌধুরী, ইবনে হাসমান হাসপাতালের এমডি আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক জয়নাল আবেদীন ভুইয়া, রহমানিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি আবদুল্লাহ আল ফুআদ, সমাজ সেবক এসএম মিজানুর রহমান, সংগঠনের সভাপতি আবদু রহমান মানিক, সাধারণ সম্পাদক হাফেজ আবদুল কাইয়ুম, বিএনপি নেতা আবদুর রাজ্জাক প্রমুখ।
ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ইকবাল হোসেন জানান, সামাজিক সংগঠনের উদ্যেগে এ ধরনের সমাজ সেবা মূলক কাজে গ্রামের অসহায় পরিবারের মানুষ সেবা পেয়েছে। আমি আশা করছি আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ইবনে হাসমান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন জানান, সামাজিক সংগঠন এ ধরনের কাজে এগিয়ে আসলে আমার হাসপাতালের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।
এম. এমরান পাটোয়ারী/আইএইচ

