Logo

সারাদেশ

বোয়ালমারীতে ইয়াবা-বিস্ফোরকসহ ছাত্রদল নেতা গ্রেফতার

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৫

বোয়ালমারীতে ইয়াবা-বিস্ফোরকসহ ছাত্রদল নেতা গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারীতে বিস্ফোরক প্রস্তুত ও মজুদের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শামীম নামে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। অভিযানে তার বাড়ি থেকে ৩টি ককটেল বোমা, দুই প্যাকেট বিস্ফোরক উপাদান, ৪৯টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম ও বোমা প্রস্তুতের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে তাকে বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের মমিন মার্কেট সংলগ্ন এলাকায় নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। শামীম আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির ১ নং সদস্য।

সেনা সূত্রে জানা যায়, নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। শামীম স্থানীয়ভাবে ইয়াবা ব্যবসা ও মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সে নিজ বসতঘরে ককটেল বোমা প্রস্তুত করত এবং সেগুলো মজুদ ছিল। পরে বোয়ালমারী সেনা ক্যাম্পের নেতৃত্বে মঙ্গলবার ভোরে স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে শামীমকে তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় তল্লাশি করে তার বসতঘর থেকে ৩টি ককটেল বোমা, দুই প্যাকেট বিস্ফোরক গুঁড়া, ৪৯টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বোমা প্রস্তুতের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত বিস্ফোরক ও সরঞ্জাম জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল। অভিযানের মাধ্যমে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

আটক শামীমকে জব্দকৃত আলামতসহ বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক প্রস্তুত ও মজুদ সংক্রান্ত সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে।

সেনা সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র, বিস্ফোরক, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, শামীমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাকে জেলা বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এমএম. জামান/আইএইচ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর