Logo

সারাদেশ

ফরিদপুরে বিজয় দিবসে এনসিপির বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৩:২৪

ফরিদপুরে বিজয় দিবসে এনসিপির বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

ছবি : বাংলাদেশের খবর

মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা এনসিপির আহ্বায়ক মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর) এ শোভাযাত্রার নেতৃত্ব দেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল বেলা বোয়ালমারী রেলস্টেশন থেকে শোভাযাত্রাটি শুরু হয়। জেলা এনসিপির সদস্য সচিব সাইফ হাসান খান সাকিবসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, ব্যানার ও বিজয়ের স্লোগান নিয়ে বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। শেষে শোভাযাত্রাটি বোয়ালমারী রেলস্টেশনেই সমাপ্ত হয়। পথিমধ্যে বিভিন্ন স্থানে তাৎক্ষণিক পথসভার আয়োজন করা হয়।

পথসভায় বক্তব্যে অপু ঠাকুর সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, 'মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। এই বিজয়ের চেতনা ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।'

ফরিদপুর-১ আসনের (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, 'এ অঞ্চলে উন্নয়নের নামে বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বাস্তব অগ্রগতি সীমিত। এখনও বহু গ্রামীণ সড়ক কাঁচা, মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব প্রকট এবং কর্মসংস্থানের সুযোগ না পেয়ে তরুণরা হতাশ।' তিনি এ অবস্থা পরিবর্তনে মানুষের পাশে থেকে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, 'শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ করে গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করাই আমার লক্ষ্য। উন্নয়ন শুধু অবকাঠামো নয়, মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন।' তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

মিয়া রাকিবুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজয় দিবস জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর