Logo

সারাদেশ

বান্দরবানে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Icon

সোহেল কান্তি নাথ, বান্দরবান

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৩:২৮

বান্দরবানে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

তীব্র শীতে পাহাড়ের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে সদর উপজেলার ৩০০ অসহায় শীতার্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে বান্দরবান সেনানিবাসের ফুটবল মাঠে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন বান্দরবান সেনা রিজিয়নের জি-২ (গো-২) মেজর পারভেজ রহমান। এ সময় সেনাবাহিনীর অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে মেজর পারভেজ রহমান বলেন, ‘পাহাড়ি জেলা বান্দরবানে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি। গরিব ও অসহায়, বিশেষ করে দুর্গম এলাকার মানুষ পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে কষ্টে থাকেন। তাদের পাশে দাঁড়াতেই আমাদের এই মানবিক উদ্যোগ।’

তিনি আরও বলেন, ‘সেনাবাহিনীর দায়িত্ব শুধু নিরাপত্তা রক্ষায় সীমাবদ্ধ নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শীতবস্ত্র বিতরণ, দুর্যোগে ত্রাণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসন আমাদের চলমান কার্যক্রম, যা আগামীতেও অব্যাহত থাকবে।’

শীতবস্ত্র পাওয়া উপকারভোগীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, তীব্র শীতে কম্বল পেয়ে তারা অনেকটা স্বস্তি পেয়েছেন। তারা সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সেনাবাহিনী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর