Logo

সারাদেশ

ঝিনাইদহে শতাধিক হোটেল শ্রমিক পেল শীতবস্ত্র

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩০

ঝিনাইদহে শতাধিক হোটেল শ্রমিক পেল শীতবস্ত্র

তীব্র এই শীতে সমাজের নিম্ন আয়ের মানুষকে একটু উষ্ণতা দিতে ঝিনাইদহে শতাধিক শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের চুয়াডাঙ্গা স্ট্যান্ড এলাকায় হোটেল শ্রমিকদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাবেক প্রচার সম্পাদক আমির হোসেনের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত হোটেলের শ্রমিকদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন, সহ-সভাপতি বাবলু মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শীতে কম্বল পেয়ে অসহায় হতদরিদ্র মানুষেরা সন্তুষ্টি প্রকাশ করেন।

এম বুরহান উদ্দীন/এনএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর