যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বার্মিজ চাকুসহ মহিন উদ্দিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালের এক্সরে বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া মহিন উদ্দিন যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর কাঁঠালবাগান এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
জানা গেছে, মহিন উদ্দিন তার স্ত্রী সুমাইয়া খাতুনকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে হাসপাতালে আসেন। তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় হাসপাতালের গার্ডের সহায়তায় দায়িত্বরত পুলিশের সদস্যরা তাকে আটকের পর পুলিশ বক্সে আনেন। তল্লাশী করে তার কাছে ব্যাগ থেকে ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। কোন অপরাধের উদ্দেশ্যে মহিন উদ্দিন হাসপাতালে ঘোরাঘুরি করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আনিসুর রহমান জানান, মহিন উদ্দিন বার্মিজ চাকু নিয়ে কেনো এসেছিলেন জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসজে/আইএইচ

