চরফ্যাসনে চাঁদাবাজি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:১২
ভোলার চরফ্যাসনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আহম্মদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ফরিদ চাপরাশিকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে দুলারহাট থানা পুলিশ।
মঙ্গলবার রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া এই নেতা আহম্মদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত মনতাজ চাপরাশির ছেলে।
পুলিশ জানায়, আহম্মদপুর ইউনিয়নের বাসিন্দা মো. ইউসুফ বাদি হয়ে ২০২৫ সালের ৫ জুন ফরিদ চাপরাশিসহ মোট ১৩ জনকে আসামি করে চরফ্যাসন আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওই মামলায় ফরিদ চাপরাশি ৮ নম্বর আসামি। আদালত মামলাটি তদন্তের জন্য দুলারহাট থানায় প্রেরণের নির্দেশ দেন। আদালতের নির্দেশে থানায় মামলাটি এজাহারভুক্ত করা হয়। মামলা দায়ের হওয়ার পর থেকেই আসামি ফরিদ চাপরাশি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ দাবি করে।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজান নিশ্চিত করেন যে আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে।
এম ফাহিম/এআরএস

