Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ ট্রাভেলসে যাত্রীর মৃত্যু

Icon

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:১২

চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ ট্রাভেলসে যাত্রীর মৃত্যু

গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকা থেকে ছেড়ে আসা রহনপুরগামী গ্রামীণ ট্রাভেলসে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের এক যাত্রীর মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তি হচ্ছে, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে শহিদুল ইসলাম (৫০)।

বুধবার (১৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার নেজামপুর বাজারে গ্রামীণ ট্রাভেল (গাড়ি নং ১৫-৭৪৪৩ ঢাকা মেট্রো ব)। যাত্রী নামানোর জন্য দাঁড় করায়। বাসে থাকা অন্য যাত্রীরা নামলেও শহিদুল বাস থেকে না নামলে, সুপারভাইজার আবদুল্লাহ তাকে ডাক দেয়, কিন্তু সে কোন সাড়া না দিলে, সুপারভাইজার তার কাছে গিয়ে আবারও ডাক দেয়। তাতেও শহিদুল কথা না বললে, পরে সুপারভাইজার বিষয়টি গ্রামীণ ট্রাভেলস কর্তৃপক্ষকে জানায়।

কর্তৃপক্ষ নেজামপুরের গ্রামীণ ট্রাভেলস এর কাউন্টার মাস্টার সফিকুল ইসলামকে বিষয়টি জানান। খবর পেয়ে শফিকুল ঘটনাস্থলে গিয়ে দেখেন শহিদুল জীবিত নেই। ওই মুহূর্তে কাউন্টার মাস্টার ফায়ার সার্ভিস এবং মৃতের পরিবারের লোকজনদের খবর দিলে তারা ঘটনা স্থলে এসে দেখেন শহিদুলের মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, ‘খবর পেয়ে আমি নিজে ঘটনা স্থলে গিয়েছিলাম। মৃত শহিদুল ইসলাম অসুস্থ ছিলেন, সে কদিন আগে ঢাকা থেকে চিকিৎসা করতে গিয়েছিলেন। গতকাল চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে হার্ট অ্যাটাকে মারা গেছে, এমনটা ধারণা করা হচ্ছে। কারও কোন অভিযোগ না থাকায়, পরিবারের কাছে শহিদুলের লাশ হস্তান্তর করা হয়েছে।’

মনিরুল ইসলাম/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর