মানিকগঞ্জে ডিবির অভিযানে ভেজাল মধু উদ্ধার, ১ গ্রেপ্তার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:১৯
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০ কেজি ভেজাল মধু উদ্ধার করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের নির্দেশনায় ডিবির একটি অভিযানিক দল সদর উপজেলার জয়রা এলাকায় অভিযান চালায়। অভিযানটিতে নেতৃত্ব দেন সহকারী পরিদর্শক (এসআই) মো. হিমেল হোসেন, এসআই সুরেশ রাজবংশী ও এসআই আশিকুর রহমান।
বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা গোয়েন্দা শাখা এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে।
অভিযানের সময় মো. হারেজ আলী শেখ নামের এক ব্যক্তিকে ভেজাল মধু তৈরির অবস্থায় আটক করা হয়। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার সুজানগর গ্রামের মৃত ফয়জদ্দিন শেখের ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ভাড়াবাড়িতে থেকে ভেজাল মধু তৈরি করতেন। তিনি এসব মধু খাঁটি বলে প্রতিটি বোতল ৪০০ থেকে ৫০০ টাকায় জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
পরবর্তীতে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতকে জানানো হলে আদালত অভিযুক্ত হারেজ আলী শেখকে ২০ হাজার টাকা জরিমানা করেন। উদ্ধারকৃত ভেজাল মধু জব্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করে।
আফ্রিদি আহাম্মেদ/এআরএস

