Logo

সারাদেশ

হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় এস আলম গ্রুপ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৭

হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় এস আলম গ্রুপ

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে বিভিন্ন সময়ে ঋণ গ্রহণ করে হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। এসব মামলায় গ্রুপটির কর্ণধার সাইফুল আলম মাসুদসহ মোট ৬৮ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম-১ কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। কমিশনের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দায়ের করা একটি মামলায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে নেওয়া ২ হাজার ৩২ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৯১৮ টাকা ৪০ পয়সা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সাইফুল আলম মাসুদকে আসামি করা হয়েছে।

পাশাপাশি প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল্লাহ হাসান, সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলমসহ এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক পরিচালক এবং জনতা ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। এই মামলায় মোট ৩২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালের ২৫ আগস্ট থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত করোনা প্রণোদনা, আমদানিভিত্তিক ঋণসহ বিভিন্ন খাতে জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদে-আসলে ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে।

অপর মামলায় এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে নেওয়া ঋণের বিপরীতে ১ হাজার ১৫২ কোটি ৫১ লাখ ১৪ হাজার ১০৭ টাকা ৫২ পয়সা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এই মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক শাহানা ফেরদৌস, ব্যবস্থাপনা পরিচালক মিসকাত আহমেদ এবং জনতা ব্যাংকের ২০ জন কর্মকর্তাসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত বিভিন্ন উপায়ে ঋণ গ্রহণ করে সুদে-আসালে ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে।

উভয় মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অপরাধে সহায়তার ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতেই মামলাগুলো দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সানাউল্লাহ/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্নীতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর