Logo

সারাদেশ

নওগাঁয় বাসের চাপায় কারারক্ষীর মৃত্যু

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৪১

নওগাঁয় বাসের চাপায় কারারক্ষীর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় কারারক্ষী পলাশ আলী (৩৫) নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার ভোলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কর্মরত ছিলেন। তিনি মোটরসাইকেলে করে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হলে তার মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, দুর্ঘটনার খবর কারাগার কর্তৃপক্ষ ও নিহতের পরিবারকে জানানো হয়েছে। ঘাতক বাস চালক ও বাস শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এম এ রাজ্জাক/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর