Logo

সারাদেশ

তেঁতুলিয়ায় দুই দিনব্যাপী বিজয় ও উদ্যোক্তা মেলা সম্পন্ন

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৫১

তেঁতুলিয়ায় দুই দিনব্যাপী বিজয় ও উদ্যোক্তা মেলা সম্পন্ন

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই দিনব্যাপী বিজয় ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। ইকো সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ইএসডিও) তারুণ্য প্রকল্পের আয়োজনে উপজেলার পর্যটনকেন্দ্র ডাকবাংলো পিকনিক কর্নারে এ মেলা হয়।

মেলার শেষ দিনে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ করা যায়। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় আয়োজিত এ মেলায় ১০টি স্টলে উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করেন।

সোমবার মেলার শুভ উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু। উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের মধ্যে কৃষি উপকরণ হিসেবে মোটর পাম্প বিতরণ করেন।

স্টলগুলোতে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি নানা রকম খাদ্যপণ্য ও শিল্পজাত সামগ্রী প্রদর্শিত ও বিক্রি হয়। বিভিন্ন বয়সী দর্শনার্থীরা এসব পণ্য কিনে নতুন উদ্যোক্তা তৈরিতে আগ্রহ দেখান।

মেলার অংশ হিসেবে ৪ জন কৃষককে পুরস্কার এবং ৭ জন কৃষককে নার্সারি মাদার স্টক তৈরির জন্য মোটর পাম্প দেওয়া হয়।

ইএসডিওর আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক কল্যাণ মহন্ত বলেন, ‘পিকেএসএফের ইফাদের সহায়তায় আমরা এই উদ্যোক্তা মেলার আয়োজন করেছি। এখানে ১৩ জন উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে অংশ নিয়েছেন। এ ধরনের মেলা নতুন উদ্যোক্তা তৈরি করতে উৎসাহ দেবে বলে আমরা আশা করি।’

এসকে দোয়েল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর