খাগড়াছড়িতে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:১০
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার।
এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল মালেক মিন্টু ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বেদারুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছোটন বিশ্বাস/এআরএস

