ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও ফেনী পৌরসভার সার্বিক সহযোগিতায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও ফেনী পৌরসভার মধ্যে অনুষ্ঠিত ৩০ মিনিটের এই প্রীতি ম্যাচে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দঘন সময় কাটানো হয়। তবে কোনো দলই গোল করতে না পারায় খেলাটি গোলশূন্য ড্র-তে শেষ হয়।
ফেনী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন। তিনি খেলায় অংশগ্রহণকারী সকলকে পুরস্কার বিতরণ করেন।
জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) রোমেন শর্মা, অতিরিক্ত জেলা প্রশাসক এম ফয়সাল, ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের আহ্বায়ক আবু নাসের চৌধুরী, ফেনী পৌরসভার মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহা ও প্রশাসনিক কর্মকর্তা এস.এম. শরাফত উল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানের শেষে সকল সরকারি কর্মকর্তা ও খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এম. এমরান পাটোয়ারী/এআরএস

