কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:২০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকার মহল্লা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর খান হাবন (৫৫), মৌচাক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব খান (২৯) এবং ফুলবাড়িয়া ইউনিয়নের যুবলীগ কর্মী দুলাল মিয়া (৪৪) ও আরিফ সিকদার (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা ও নাশকতার ঘটনায় আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ও হত্যা মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আইএইচ/

