ইসির কাছে নিরাপত্তা চাইলেন বরিশাল-৩ আসনের সম্ভাব্য প্রার্থী ফুয়াদ
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:২০
আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে নিজের ও দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।
বুধবার (১৭ ডিসেম্বর) তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তার নির্বাচনী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয় তুলে ধরেন।
আসাদুজ্জামান ফুয়াদ জানান, নির্বাচনের প্রস্তুতি ও গণসংযোগ জোরদার করা হয়েছে। তাই কোনো ধরনের হয়রানি, বাধা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগাম নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে ইসির হস্তক্ষেপ কামনা করেন।
সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির প্রেক্ষাপটে দেশের বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীরা নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে ইসির সঙ্গে যোগাযোগ করছেন।
গাজী আরিফুর রহমান/এমএইচএস

