Logo

সারাদেশ

যশোরে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আটক

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭

যশোরে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আটক

যুবলীগের সহসভাপতি আব্দুল আলিম

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল আলিমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে নিজ এলাকা নরেন্দ্রপুর ইউনিয়নের শাখারীগাতী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল আলিম ওই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন বলে সূত্রে জানা গেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ওসি মোহাম্মদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল আলিমকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।’

তিনি আরও জানান, ‘জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ডিবির এই কর্মকর্তা।’

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

শহিদ জয়/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর